Friday, 5 October 2012

রামুর হামলা একটি দলের পরিকল্পিত ষড়যন্ত্র


Prothom Alo

রামুর হামলা একটি দলের পরিকল্পিত ষড়যন্ত্র

মাদারীপুর প্রতিনিধি | তারিখ: ০৫-১০-২০১২
নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান বলেছেন, কক্সবাজারের রামুর বৌদ্ধমন্দিরে হামলার পেছনে একটি দলের পরিকল্পিত ষড়যন্ত্র রয়েছে। বর্তমান মহাজোট সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের সেই ষড়যন্ত্রকে কঠোর হাতে দমনের নির্দেশ দিয়েছেন। তারা যত শক্তিশালীই হোক না কেন, তাদের শাস্তি পেতে হবে।
আজ শুক্রবার সকালে মাদারীপুরে মাসব্যাপী জাতীয় স্যানিটেশন প্রচারাভিযানের উদ্বোধনী অনুষ্ঠানে নৌপরিবহনমন্ত্রী এ কথা বলেন। স্যানিটেশন প্রচারাভিযান উপলক্ষে মন্ত্রীর নেতৃত্বে একটি শোভাযাত্রা মাদারীপুর শহরের স্বাধীনতা অঙ্গন থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে সেখানে একটি আলোচনা সভা হয়। 
নৌমন্ত্রী বলেন, ‘এই ঈদে ঘরমুখো মানুষকে যাত্রীসেবা দিতে এই প্রথমবারের মতো তিনটি বিভাগের সমন্বিত পরিকল্পনা হাতে নিয়েছে সরকার। এতে ঈদে আরাম-আয়েশে বাড়ি ফিরতে পারবে যাত্রীরা।’ 
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক নূর-উর-রহমান। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ নজরুল হোসেন, মাদারীপুর সদর উপজেলা চেয়ারম্যান পাভেলুর রহমান শফিক খান, পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদ প্রমুখ।

No comments:

Post a Comment