Sunday, 7 October 2012

Yesterday another Buddhist attack by Muslim


Ittefaq Logo



উখিয়ায় বৌদ্ধ বিধবার বাড়িতে অগ্নিসংযোগ

লেখক: উখিয়া (কক্সবাজার) সংবাদদাতা  |  রবিবার, ৭ অক্টোবর ২০১২, ২২ আশ্বিন ১৪১৯

উখিয়ায় বৌদ্ধ সম্প্রদায়ের বিধবার বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ পাওয়া গেছে। গতকাল শনিবার ভোররাতে হলদিয়া পালং ইউনিয়নের উত্তর বড়বিল গ্রামে এ ঘটনা ঘটে। কক্সবাজার-টেকনাফ সড়কের মরিচ্যা স্টেশন থেকে প্রায় ছয় কিলোমিটার পূর্বে উত্তর বড়বিল গ্রামে প্রয়াত ওমেস বড়ুয়ার স্ত্রী সরস্বতী বড়ুয়া (৮৫) এবং তার মেয়ে বিধবা বিনাধা বড়ুয়া (৫০) বাস করেন। গতকাল শনিবার ভোররাতে দুর্বৃত্তরা তাদের বাড়িতে আগুন দিয়ে পালিয়ে যায়। এ সময় তাদের চিত্কারে পার্শ্ববর্তী মন্দিরের পাহারাদাররা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।
বিধবা বিনাধা বড়ুয়া কান্নাজড়িত কণ্ঠে বলেন, তারা আমাদের সপরিবারে পুড়িয়ে মারার চেষ্টা করেছিল। পাহারারত যুবকেরা আমাদের বাঁচিয়েছে। স্থানীয় যুবক আপন বড়ুয়া (২৫) বলেন, ভাগ্য ভালো আমরা জেগে ছিলাম। না হলে বিধবাদের পুড়ে মরতে হতো। হলদিয়া পালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল উদ্দিন মিন্টু বলেন, এ ঘটনায় কারা জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে। উপজেলা নির্বাহী অফিসার মো. জহিরুল ইসলাম বলেন, আগুন নিভিয়ে ফেলায় তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
উল্লেখ্য, গত ৩০ সেপ্টেম্বর দুর্বৃত্তরা এলাকার বৌদ্ধ মন্দিরটি ভাংচুর করে মূল্যবান মূর্তি লুটপাট করে নিয়ে যায়। পরে আইন-শৃংখলা বাহিনীর পাশাপাশি  স্থানীয় বৌদ্ধ সমপ্রদায়ের যুবকরা মন্দিরটি পাহারা দিয়ে আসছিলেন।

No comments:

Post a Comment