চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ড. মিজানরামুর ঘটনা বাংলাদেশের বিরুদ্ধে নীলনকশার অংশ নিজস্ব প্রতিবেদক
কক্সবাজারের রামুর বৌদ্ধ মন্দিরে হামলার ঘটনা পূর্বপরিকল্পিত উল্লেখ করে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. মিজানুর রহমান বলেছেন, এটি শুধু বৌদ্ধ সম্প্রদায়ের ওপর নয়, বরং বাংলাদেশের বিরুদ্ধে করা নীলনকশার অংশ। আজ রবিবার দুপুর ১২টায় কমিশনের সম্মেলনকক্ষে আন্তর্জাতিক প্রতিষ্ঠান অক্সফাম ও জাতীয় মানবাধিকার কমিশনের এক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
ড. মিজান বলেন, এত বড় একটি ঘটনা কারা কেন ঘটিয়েছে গোয়েন্দা ও প্রশাসনের সদিচ্ছা থাকলেই তা বেরিয়ে আসবে। যদি তারা এটা বের করতে না পারে, তাদের বিদায় করতে হবে। তিনি আরো বলেন, সেখানে গিয়ে দেখেছি কতটা পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটানো হয়েছে। স্বয়ংক্রিয় রাসায়নিক ব্যবহার করে বৌদ্ধদের বাড়িতে আগুন দেওয়া হয়েছে। মাঝের মুসলমান বাড়িতে আগুন লাগেনি। হাজার বছরের পুরানো মূর্তি ভাঙচুরের পর তার চোখের দামি পাথর খুলে নেওয়া, স্বর্ণের মূর্তি লুটের ঘটনা খুবই পরিকল্পিত, এটা বোঝা যায়।
ড. মিজান বলেন, এত বড় একটি ঘটনা কারা কেন ঘটিয়েছে গোয়েন্দা ও প্রশাসনের সদিচ্ছা থাকলেই তা বেরিয়ে আসবে। যদি তারা এটা বের করতে না পারে, তাদের বিদায় করতে হবে। তিনি আরো বলেন, সেখানে গিয়ে দেখেছি কতটা পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটানো হয়েছে। স্বয়ংক্রিয় রাসায়নিক ব্যবহার করে বৌদ্ধদের বাড়িতে আগুন দেওয়া হয়েছে। মাঝের মুসলমান বাড়িতে আগুন লাগেনি। হাজার বছরের পুরানো মূর্তি ভাঙচুরের পর তার চোখের দামি পাথর খুলে নেওয়া, স্বর্ণের মূর্তি লুটের ঘটনা খুবই পরিকল্পিত, এটা বোঝা যায়।
No comments:
Post a Comment