Tuesday, 9 October 2012



প্রথম পাতা   বিস্তারিত  
মিয়ানমারে বাংলাদেশ দূতাবাস সংলগ্ন মসজিদে আগুন
মিয়ানমারে বাংলাদেশ দূতাবাস সংলগ্ন মসজিদে মঙ্গলবার সকালে আগুন দিয়েছে দুষ্কৃতরা। পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বশীল কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন। তবে দূতাবাসে কোনো প্রকার অঘটন ঘটেনি । তিনি জানানমিয়ানমারে বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল অনুপ কুমার চাকমা ইয়াংগুনে বাংলাদেশ দূতাবাস দক্ষতার সঙ্গেই সামলেছেন।এর আগে শুক্রবারে বাংলাদেশে বৌদ্ধ বসতি ও মন্দিরে হামলার প্রতিবাদে মিয়ানমারে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের সামনে বিক্ষোভ প্রদর্শন করেছেন স্থানীয় বৌদ্ধ ভিক্ষুরা।
গত ২৯ সেপ্টেম্বর মিয়ানমার সীমান্ত সংলগ্ন বাংলাদেশের কক্সবাজার জেলায় বৌদ্ধ সম্প্রদায়ের বাড়ি ঘরে হামলা ও মন্দির ভাঙচুরের ঘটনা ঘটে। খবর বাংলানিউজের।
উল্লেখ্যএর অল্প কিছুদিন আগে বাংলাদেশ সীমান্ত সংলগ্ন মিয়ানমারের রাখাইন প্রদেশে স্থানীয় সংখ্যালঘু রোহিঙ্গা সম্প্রদায়ের ওপর সংখ্যাগুরু রাখাইনদের হামলায় ৯০ জনের প্রাণহানির পর থেকেই সীমান্তের উভয় পাশে বেশ কিছুদিন ধরে উত্তেজনা বিরাজ করছে।

No comments:

Post a Comment