রামুর ঘটনায় যেভাবে মামলা সাজানো হচ্ছে তাতে আস্থা রাখা যাচ্ছে না
কক্সবাজারে সংবাদ সম্মেলনে ব্যারিস্টার আমীর
নিজস্ব সংবাদদাতা, কক্সবাজার, ১৩ অক্টোবর ॥ শনিবার সকালে কক্সবাজার প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সম্মিলিত আইনজীবী পরিষদ আহ্বায়ক ব্যারিস্টার আমীর-উল ইসলাম জানিয়েছেন, এখানকার দারোগা দিয়ে এত বড় একটি ঘটনার তদন্ত করা কোন মতেই সমীচীন হবে না। যেভাবে মামলা সাজানো হচ্ছে তাতে স্থানীয় প্রশাসনের ওপর আমরা আস্থা রাখতে পারছি না। তিনি বৌদ্ধ বিহার ও মন্দিরে হামলার ঘটনা নিয়ে সিআইডি কিংবা পুলিশের উর্ধতন কর্মকর্তা দিয়ে তদন্তের দাবি জানিয়েছেন। অন্যথায় সঠিক ক্লু বেরিয়ে নাও আসতে পারে বলে সংশয় প্রকাশ করেন। সংবাদ সম্মেলনে ব্যারিস্টার আমীর আরও উল্লেখ করেন, রামুর সহিংস ঘটনাকে রাজনীতির উর্ধে রাখতে হবে। এ ঘটনাকে রাজনীতিতে জড়ালে এর তদন্তে ব্যাঘাত ঘটবে। কোন অবস্থাতেই এ ঘটনাকে রাজনৈতিক রং দিয়ে সঙ্্ সাজানো যাবে না। ক্ষতিগ্রস্ত বৌদ্ধবসতি এলাকা পরিদর্শনের অভিজ্ঞতা বর্ণনা করে বলেন, রামু ও উখিয়া পরিদর্শনে যাওয়ার আগে আমরা মনে করেছিলাম ধর্মীয় অনুভূতি থেকে এ ঘটনা ঘটেছে। কিন্তু পরিদর্শন শেষে বোঝা গেল আসলে এটা ধর্মীয় অনুভূতির কারণে হয়নি।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ব্যারিস্টার আমীর বলেন, আমরা এ ঘটনায় রাজনীতির গন্ধ পাইনি। তবে ষড়যন্ত্র ও অপরাজনীতির গন্ধ পেয়েছি। তিনি এ ঘটনাকে কেন্দ্র করে সম্মিলিত সম্প্রীতি পরিষদ গঠনের আহ্বান জানান। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন প্রশিক্ষিত ইমাম সভাপতি সালাহউদ্দিন মোঃ তারেক, রামু উপজেলা পরিষদ জামে মসজিদের ইমাম মাওলানা নুর মোহাম্মদ নুরুল হাকিম, উখিয়ার মরিচ্যা দীপংকর বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ধীমাল জ্যোতি মহাথেরো ও জ্ঞানপ্রিয় স্থবির। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের সদস্য মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর সৈয়দ রেজাউর রহমান, ডেপুটি এ্যাটর্নি জেনারেল নজিবুর রহমান, এমপি এ্যাডভোকেট নুরুল ইসলাম সুজন, সংগঠনের সদস্য সচিব সুব্রত চৌধুরী, বিচারপতি মনসুরুল হক চৌধুরী, ব্যারিস্টার তানিয়া আমীর, আওয়ামী আইনজীবী পরিষদের সাধারণ সম্পাদক মোঃ আবদুল্লাহ আবু, সুপ্রীমকোর্ট বার সমিতির সহসভাপতি কেএম সাইফুদ্দিন্ আহমেদ, সাবেক সম্পাদক মোঃ মাহবুব আলী, বঙ্গবন্ধু আইনজীবী পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক রকিবুল হক মিয়া রিপন, কক্সবাজার জেলা আইনজীবী পরিষদের সভাপতি এ্যাডভোকেট সাহাব উদ্দিন ও আইন বিষয়ক সম্পাদক ফরিদুল আলম। উল্লেখ্য, সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ নেতৃবৃন্দ গত দু’দিন ধরে কক্সবাজারে অবস্থান করে ক্ষতিগ্রস্ত বৌদ্ধ বিহার ও মন্দির পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ব্যারিস্টার আমীর বলেন, আমরা এ ঘটনায় রাজনীতির গন্ধ পাইনি। তবে ষড়যন্ত্র ও অপরাজনীতির গন্ধ পেয়েছি। তিনি এ ঘটনাকে কেন্দ্র করে সম্মিলিত সম্প্রীতি পরিষদ গঠনের আহ্বান জানান। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন প্রশিক্ষিত ইমাম সভাপতি সালাহউদ্দিন মোঃ তারেক, রামু উপজেলা পরিষদ জামে মসজিদের ইমাম মাওলানা নুর মোহাম্মদ নুরুল হাকিম, উখিয়ার মরিচ্যা দীপংকর বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ধীমাল জ্যোতি মহাথেরো ও জ্ঞানপ্রিয় স্থবির। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের সদস্য মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর সৈয়দ রেজাউর রহমান, ডেপুটি এ্যাটর্নি জেনারেল নজিবুর রহমান, এমপি এ্যাডভোকেট নুরুল ইসলাম সুজন, সংগঠনের সদস্য সচিব সুব্রত চৌধুরী, বিচারপতি মনসুরুল হক চৌধুরী, ব্যারিস্টার তানিয়া আমীর, আওয়ামী আইনজীবী পরিষদের সাধারণ সম্পাদক মোঃ আবদুল্লাহ আবু, সুপ্রীমকোর্ট বার সমিতির সহসভাপতি কেএম সাইফুদ্দিন্ আহমেদ, সাবেক সম্পাদক মোঃ মাহবুব আলী, বঙ্গবন্ধু আইনজীবী পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক রকিবুল হক মিয়া রিপন, কক্সবাজার জেলা আইনজীবী পরিষদের সভাপতি এ্যাডভোকেট সাহাব উদ্দিন ও আইন বিষয়ক সম্পাদক ফরিদুল আলম। উল্লেখ্য, সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ নেতৃবৃন্দ গত দু’দিন ধরে কক্সবাজারে অবস্থান করে ক্ষতিগ্রস্ত বৌদ্ধ বিহার ও মন্দির পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলেন।
No comments:
Post a Comment