Friday, 5 October 2012

মকসুদের নেতৃত্বে রামু যাচ্ছে ১৪ সদস্যের প্রতিনিধি


মকসুদের নেতৃত্বে রামু যাচ্ছে ১৪ সদস্যের প্রতিনিধি

নিজস্ব প্রতিবেদক | তারিখ: ০৫-১০-২০১২
কক্সবাজারের রামু, উখিয়া এবং চট্টগ্রামের পটিয়ায় ঘটে যাওয়া ঘটনার সরেজমিন পরিদর্শন করবে নাগরিক সমাজের প্রতিনিধিদল।
কলামিস্ট সৈয়দ আবুল মকসুদের নেতৃত্বে ১৪ সদস্যের এই প্রতিনিধিদল কাল শনিবার ভোরে পটিয়ার উদ্দেশে রওনা হবে। প্রবীণ রাজনীতিবিদ পঙ্কজ ভট্টাচার্যসহ নাগরিক সমাজের প্রতিনিধিরা এই দলে থাকবেন। কাল পটিয়ায় এবং ৭ তারিখ রোববার রামু ও উখিয়ায় ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলে ৮ অক্টোবর সোমবার তাঁরা ঢাকায় ফিরবেন।
আজ শুক্রবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে এক সংবাদ সম্মেলনে সৈয়দ আবুল মকসুদ এ কথা জানান। 
সৈয়দ আবুল মকসুদ বলেন, ‘সেখানে যে বর্বরোচিত ঘটনা ঘটে গেল, সে ক্ষতি কোনোভাবেই পোষানো যাবে না। তার পরও আমরা তাঁদের সহমর্মিতা জানাতে সেখানে যাব। সেখানে জনপ্রতিনিধিদের ভূমিকা কী ছিল, কীভাবে তদন্তকাজ চলছে, এ ক্ষতি কতটুকু পুষিয়ে নেওয়া যায়—এসব বিষয়ে আমরা সরেজমিনে পরিদর্শন করব।’ 
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন নাট্যব্যক্তিত্ব মামুনুর রশীদ, নোমান আহমেদ খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কাবেরী গায়েন, শান্তনু মজুমদার, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রাজীব মীর, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ভাস্কর রাশা, সাহিত্যিক অদিতি ফাল্গুনী, জনসংহতি সমিতির দীপায়ণ 

No comments:

Post a Comment