Sunday, 7 October 2012

রামুর সেই কালো রাতে মিছিল মিটিং’র কিছূ ছবি


২৯ সেপ্টেম্বর‘১২ – বাংলাদেশের সম্প্রীতির ইতিহাসে ঘটে যাওয়া সেই কালোরাত ! রামুর বৌদ্ধ মন্দির ও ঘরবাড়িতে আগুন , হামলা , লুটপাট । তার আগ মুহূর্তে যে মিটিং মিছিল নিয়ে তর্ক বিতর্ক চলছে , তারই কিছূ স্থিরচিত্র । এই ছবিগুলো আশীষ বিশ্বাস নামে একজন সাংবাদিক ফেসবুক বন্ধুর ওয়াল থেকে নেয়া। যদিও এ ছবিগুলো তিনি ২৯ সেপ্টেম্বর শেয়ার করেছেন। তথাপি তেমন কারো চোখে পড়ে নাই। এই ছবিগুলোতে যেমন রয়েছে বিএনপি দলীয় সাংসদ , তেমনি রয়েছে আওয়ামীলীগ দলীয় উপজেলা চেয়ারম্যান সহ বিভিন্ন দলের অনেকে । তাঁদের সেদিনের ভূমিকা কি ছিল তা প্রত্যক্ষদর্শীরা ভাল বলতে পারবেন। – সিবিএন

No comments:

Post a Comment