Monday, 1 October 2012

সংঘনায়ক শুদ্ধানন্দ মহাথেরো


Amardesh

আজঃ ঢাকা, মঙ্গলবার ০২ অক্টোবর ২০১২, ১৭ আশ্বিন ১৪১৯, ১৫ জিলকদ ১৪৩৩     আপডেট সময়ঃ রাত ১২ টা

মুসলমানদের সঙ্গে দ্বন্দ্ব নেই, সম্প্রীতি নষ্টে দেশি বিদেশি ষড়যন্ত্র :

 সংঘনায়ক শুদ্ধানন্দ মহাথেরো

স্টাফ রিপোর্টার
স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর বলেছেন, কক্সবাজারের রামুতে
 বৌদ্ধমন্দির এবং ঘরবাড়িতে হামলা ও অগ্নিকাণ্ডের সঙ্গে জড়িতরা
 দেশীয় ও আন্তর্জাতিক মৌলবাদী সংগঠনের সঙ্গে জড়িত। স্বরাষ্ট্রমন্ত্রী 
বলেন, আগুন দেয়ার সময় তারা গান পাউডার ব্যবহার করেছেন। 
পেট্রল ও কেরোসিন তারা সঙ্গে এনেছিল। পরিকল্পিত না হলে বা 
দেশি-বিদেশি সম্পক্তৃততা ছাড়া এটা করা যায় না।
গতকাল বাংলাদেশ বৌদ্ধ সমাজ সুরক্ষা কমিটির প্রতিনিধিদের সঙ্গে 
বৈঠকের পর তিনি একথা বলেন। কমিটির সভাপতি সঙ্গনায়ক শুদ্ধানন্দ 
মহাথেরোর নেতৃত্বে ১৬ সদস্যের প্রতিনিধি দলটি মহীউদ্দীন খান 
আলমগীরের সঙ্গে তার সচিবালয়ের কার্যালয়ে দেখা করেন। 
প্রায় ৩০ মিনিট বৈঠক শেষে বেরিয়ে যাওয়ার সময় স্বরাষ্ট্রমন্ত্রী 
সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। বৌদ্ধ ধর্মীয় নেতা শুদ্ধানন্দ মহাথেরো
 হামলার পর দ্রুত পদক্ষেপের জন্য সরকারের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ
 জানিয়ে বলেন, মুসলমানদের সঙ্গে আমাদের কোনো দ্বন্দ্ব নেই। মুক্তিযুদ্ধের সময় এক সঙ্গে যুদ্ধ করেছি। হাজার বছরের
 ইতিহাসে এমন ঘটনা ঘটেনি। এটি অঘটন নয়, দেশীয় ও আন্তর্জাতিক পরিকল্পিত ষড়যন্ত্র। মন্ত্রী ১০ দিনের মধ্যে
 এ ঘটনায় জড়িতদের গ্রেফতার এবং বৌদ্ধ ধর্মাবলম্বীদের সার্বিক নিরাপত্তার আশ্বাস দিয়েছেন বলে জানান তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, কক্সবাজারের রামু এবং চট্টগ্রামের উখিয়ায় বৌদ্ধমন্দিরে হামলা ও ভাংচুরের ঘটনায় কক্সবাজারে
 ৯৩ এবং চট্টগ্রামে ৭৩ জনকে গ্রেফতার করা হয়েছে। এরা মৌলবাদী ও তাদের সহযোগী। এজন্য ১৭টি মামলা হয়েছে।
হামলার ঘটনার পর স্থানীয় প্রশাসনের বিরুদ্ধে কর্তব্যে অবহেলার অভিযোগ উঠেছে উল্লেখ করে মন্ত্রী বলেন, 
এ নিয়ে তদন্ত করতে অতিরিক্ত বিভাগীয় কমিশনারের নেতৃত্বে একটি প্রশাসনিক তদন্ত কমিটি গঠন করা হয়েছে। 
কমিটি ১০ দিনের মধ্যে তদন্ত করে গাফিলতির বিষয়ে প্রতিবেদন দেবে। হামলায় একজন নিহতের
 খবর প্রসঙ্গে তিনি বলেন, একটি দৈনিক একজন মহিলার নিহতের যে সংবাদ ছেপেছে, তা ভুল।
 এ বিষয়টি খতিয়ে দেখেছি। ওই মহিলা ভিড়ে জ্ঞান হারিয়ে ফেলেন। পরে তাকে উদ্ধার করে উখিয়া হাসপাতালে
 ভর্তি করা হয়েছে। কক্সবাজার-রামু আসনের বিএনপির দলীয় সংসদ সদস্য লুত্ফুর রহমান কাজল রামুতে হামলার
 পেছনে উস্কানি দিয়েছেন দাবি করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ঘটনার সময় তিনি বলেছেন, যারা এটা করেছে, তাদের খুন
 করা হোক। এটা রেকর্ডেড বিষয়। বিএনপি-জামায়ত সব সময় ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করে।
বৌদ্ধ সমাজ সুরক্ষা কমিটির সভাপতি শুদ্ধানন্দ মহাথেরোর নেতৃত্বে বাংলাদেশ বৌদ্ধ ফেডারেশনের সাধারণ 
সম্পাদক আশোক বড়ুয়া, বাংলাদেশ বৌদ্ধ কৃষি পরিষদ সংঘের যুগ্ম সাধারণ সম্পাদক দেবপ্রিয় বড়ুয়াসহ তিনটি 
সংগঠনের ১৬ জন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাত্ করেন।

No comments:

Post a Comment