ঢাকা, রবিবার ৭ অক্টোবর ২০১২, ২২ আশ্বিন ১৪১৯, ২০ জিলকদ ১৪৩৩
পাবনা শহরে দূর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে জেলা যুবলীগের সহসভাপতি খুন
|
রামুর ঘটনা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী১০ তারিখের মধ্যে দোষীদের শনাক্ত করা হবে নিজস্ব প্রতিবেদক
রামু, উখিয়া ও পটিয়ায় বৌদ্ধ সম্প্রদায়ের বসতি ও উপাসনালয়ে হামলা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দিন খান আলমগীর বলেছেন, আগামী ১০ তারিখের মধ্যে দোষীদের শনাক্ত করা হবে। আজ রবিবার সকালে চট্টগ্রামের সাতকানিয়ায় বাইতুল ইজ্জত ট্রেনিং সেন্টারে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কুচকাওয়াজ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ঘটনায় জড়িতরা যে দলেরই হোক না কেন, তাদের ছাড় দেওয়া হবে না। তিনি আরো বলেন, ওই ঘটনায় স্থানীয় আওয়ামী লীগ নেতাদের উস্কানি দেওয়ার বিষয়টি অপব্যাখ্যা করা হয়েছে। তবে দোষী সাব্যস্ত হলে তাদেরকেও আইনের আওতায় আনা হবে
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ঘটনায় জড়িতরা যে দলেরই হোক না কেন, তাদের ছাড় দেওয়া হবে না। তিনি আরো বলেন, ওই ঘটনায় স্থানীয় আওয়ামী লীগ নেতাদের উস্কানি দেওয়ার বিষয়টি অপব্যাখ্যা করা হয়েছে। তবে দোষী সাব্যস্ত হলে তাদেরকেও আইনের আওতায় আনা হবে
No comments:
Post a Comment